Welcome to National Portal

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর সিদ্ধান্ত মোতাবেক ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে আজ বুধবার ১৬ই জুলাই ২০২৫ তারিখে রাস্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে।সরকারী নির্দেশনার প্রেক্ষিতে আজ ১৬ ই জুলাই ২০২৫ তারিখ সকালে বিসিএসআইআর-এ জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া, শহিদগণের আত্মার মাগফিরাত কামনায়  জন্য বিসিএসআইআর কেন্দ্রীয় জামে মসজিদ, বিসিএসআইআর আবাসিক এলাকা, ধানমন্ডি, ঢাকা-১২০৫ বাদ যোহর বিশেষ দোয়ার আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে জুলাই, ২০২৪ আন্দোলনে শহিদদের রুহের মাগফেরাত কামনা এবং অসুস্থদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়। উক্ত দোয়া মাহফিলে বিসিএসআইআর এর ঢাকাস্থ বিভিন্ন ইউনিটের পরিচালকবৃন্দ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, পরিচালক (অর্থ ও হিসাব), বিজ্ঞানী/ প্রকোশলীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, মসজিদ কমিটির সদস্যবৃন্দ, এলোটিবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। 

 

বিসিএসআইআর-এর ৪টি ক্যাটাগরি রিসার্চ কেমিস্ট, রিসার্চ ফিজিসিস্ট, রিসার্চ বোটানিস্ট ও রিসার্চ ফার্মাকোলজিস্ট পদে আবেদনকারী প্রার্থীদের অনুকূলে পরীক্ষার প্রবেশপত্র জারি করা হয়েছে। যা http://bcsir23.teletalk.com.bd/admitcard/ ওয়েব লিংক হতে User ID এবং Password ব্যহার করে Download করা যাবে।